শেষ হালনাগাদ: ১৩ জুলাই, ২০২৫
এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলীতে সম্মতি জানাচ্ছেন। আপনি যদি এই শর্তাবলীতে সম্মত না হন, তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
১. পণ্যের তথ্য
- এই ওয়েবসাইটে বিক্রিত পণ্য হলো ডিজিটাল ই-বুক।
- ই-বুক কেনার পর এটি ডাউনলোডযোগ্য ফাইল হিসেবে প্রদান করা হবে।
- ই-বুক একবার ক্রয়ের পর তা অফেরতযোগ্য (Non-refundable)।
২. স্বত্বাধিকার ও কপিরাইট
- ওয়েবসাইটে প্রদর্শিত সকল কনটেন্ট, ডিজাইন, টেক্সট, ইমেজ ও ই-বুকের উপাদানসমূহ কপিরাইট সংরক্ষিত।
- এই ই-বুকটি শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রদান করা হয়।
লেখকের লিখিত অনুমতি ছাড়া এই বইয়ের কোনো অংশের পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোনো যান্ত্রিক উপায়ে প্রতিলিপি করা যাবে না, ডিস্ক বা তথ্য সংরক্ষণের কোনো যান্ত্রিক পদ্ধতিতে উৎপাদন বা প্রতিলিপি, পিডিএফ বা অনলাইন ভার্সনও করা যাবে না। এ শর্ত লঙ্ঘিত হলে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩. রিটার্ন ও রিফান্ড পলিসি
- ডিজিটাল পণ্যের কারণে ই-বুক বিক্রির পর কোনো রিফান্ড বা পরিবর্তন দেওয়া হবে না।
- অর্ডার সম্পন্ন হওয়ার পর আপনি ইমেইলের মাধ্যমে ফাইল ডাউনলোড করতে পারবেন।
৪. প্রাইভেসি
- আপনি ওয়েবসাইট ব্যবহার করার সময় কিছু তথ্য প্রদান করতে পারেন (যেমন: নাম, ইমেইল)।
- এসব তথ্য কেবলমাত্র আপনার অর্ডার প্রসেস এবং ভবিষ্যৎ আপডেট পাঠানোর জন্য ব্যবহৃত হবে।
- আমরা আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করি না।
৫. যোগাযোগ
- যদি আপনার অর্ডার বা কনটেন্ট নিয়ে কোনো সমস্যা হয়, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:
- ইমেইল: mail@alamgirpasha.com
- ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/800147340166178
৬. শর্তাবলী পরিবর্তন
আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখি। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের পর তা তৎক্ষণাৎ কার্যকর হবে।
